সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নামে মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলাটির আদেশের জন্য দিন ছিল। সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। সাতক্ষীরার জজ আদালতের পিপি এড, আব্দুল লতিফ মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত কয়েকটি অভিযোগ এনে সাতক্ষীরার সাংবাদিক শাহ আলম সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বিবাদি করে একটি আবেদন করেন জেলা ও দায়রা জজ আদালতে । বৃহস্পতিবার মামলাটির দিন ছিল। আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। এবিষয়ে মামলার বাদী সাংবাদিক শাহ আলম সাংবাদিকদের বলেন, মামলার নথি আদালত থেকে উঠে হাইকোর্টে যাব।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …