আশাশুনিতে নি:সন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে নি:সন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে হয়রানি করতে মিথ্যাচার এবং খুন জখমসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনিা নাছিমাবাদ গ্রামের আব্দুল মৃত নুরালী গাজীর পুত্র রুহুল আমিন গাজী। লিখিত অভিযোগে তিনি বলেন, নাকতাড়া গ্রামের মৃত মাদার চন্দ্র বিশ্বাসের পুত্র সুবোল বিশ্বাস দম্পতির কোন সন্তান নেই। সুবোল অসুস্থ্য হয়ে পড়লে তারা ভাই সিদাম বিশ্বাসের পুত্র শ্যামলসহ অনেকই তার নামীয় সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে। এমনকি কৌশলে তাকে এবং তার স্ত্রীকে উচ্ছেদের পায়তারা চালাতে থাকে। মানসিক নির্যাতনের কারনে স্ট্রোক করে সুবোল অসুস্থ্য হয়ে পড়ে থাকলেও চিকিৎসা করাতে না পায় বাধ্য হয়ে গত ০২.০২.২০২১ তারিখে মাড়িয়ালা মৌজায় এস এ ১৫০,১৫৪ নং খতিয়ানে বি এস ১১৭৫, হাল নং- ৩১০১, ৩০৭৯, ৩০৮০ সহ অন্যান্য দাগ মিলে মোট ১৪ শতক সম্পত্তি সুবোল আমার কাছে বিক্রয় করেন। বিক্রয়ের পর দখল বুঝে নিয়ে ভোগদখল শুরু করলে ওই পর সম্পদ লোভী শ্যামল ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং কৌশলে উক্ত সম্পত্তি দখলের জন্য নানানভাবে হয়রানিসহ চক্রান্ত শুরু করে। এনিয়ে আমি আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত ২য় পক্ষ অর্থ্যাৎ সিদাম বিশ্বাসকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিদাম বিশ্বাসের পুত্র পর সম্পদ লোভী শ্যামল বিশ্বাস ধর্মীয় সংখ্যালঘুর দোহাই দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এমনকি সম্পত্তির দখল নিতে সিদাম বিশ্বাস, তার স্ত্রী অর্জনা রানী বিশ্বাস, সুমন বিশ্বাস এবং শ্যামল বিশ্বাস আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ জখমের হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। সংখ্যালঘুর অযুজাতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেলেও কেউ কথা বলতে সাহস পায় না। শ্যামল বিশ্বাস নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে নি:সন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নির্মম নির্যাতন চালিয়েছে। আমি ওই সম্পত্তি ক্রয় করায় এখন আমার উপর সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমি অত্যান্ত নিহির প্রকৃতির হওয়ায় শ্যামল বিশ্বাস আমাদের হয়রানি করার জন্য মিথ্যা তথ্য উপস্থাপন করে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশসহ নানানভাবে হয়রানি করে যাচ্ছে। তিনি শ্যামল বিশ্বাসের কবল থেকে ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।