মো: রাসেল হোসেন, যশোর প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া গ্রামের ইস্রাফিল হাসান তোতা (১৭) সড়ক দুর্ঘটনা ৬দিনপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় হাসপাতালে মৃতুবরণ করে।গত ২৪জানুয়ারি সোমবার অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে ট্রাকে সার বোঝাই করে বরগুনা যাওয়ার পথে আমতলী কুয়াঘাটা নামক স্থানে ঘণকুয়াশার কবলে ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় ড্রাইভার ও হেলপার আহত হয়। আহত ই¯্রাফিলকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ই¯্রাফিলের শারিরীক অবস্থার উন্নতি হলে গত ২দিন পূর্বে তার পরিবার রিলিজ নিয়ে বাড়িতে নিয়ে আসে। গতকাল রবিবার সকালে ই¯্রাফিলের শরীরে অসুস্থ্যতা বোধ করলে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে এবং সন্ধ্যা সাড়ে ৬টার সময় তার মৃত্যু হয়। খুব ছোট অবস্থায় মাতৃহারা এবং মামাবাড়ির দরিদ্রতায় ই¯্রাফিলের পড়ালেখা বেশিদুর এগোয়নি। তার মামাবাড়ি সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের বিনিময় পাড়া। তার পিতা আজাহার আলীর বাড়ি নড়াইল জেলার খলসী গ্রামে। তাকে তার মামা বাড়ির এলাকার গোরস্থানে দাফন করা হবে।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।