ভোমরা স্থলবন্দরে দ্বিতীয় দিনের মত মানববন্ধন

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে ট্রাক প্রতি ৩০/৩৫ হাজার টাকা চাঁদাবাজীর প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্বিতীয় দিনের কর্মবিরতী, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এই ৩ঘন্টা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল ৩১ জানুয়ারী প্রতিবাদের অংশ হিসেবে ৪ঘন্টা কর্মবিরতি চলবে।

প্রতিবাদ কর্মসূচিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভোমরা স্থলবন্দরের ৮টি সংগঠন এই আন্দোলন ও কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

এদিকে ২৯ জানুয়ারী প্রথম দিনের কর্মসূচির পর ঐদিন রাতে ভারতের ঘোজাডাঙ্গায় চাঁদা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করার অভিযোগে ৫৩টি পন্যবাহী ট্রাকের মালামাল খালাস করেনি শ্রমিকরা। আটকা পড়েছে এসমস্ত ট্রাক।

উল্লেখ্য, ভোমরা বন্দরের বিপরিতে ভারতের ঘোজাডাঙ্গায় পন্যবাহী ট্রাক প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা চাঁদা নিয়ে নিয়মিত সিরিয়াল ছাড়া তাৎক্ষণিক প্রবেশ করোনা হচ্ছে। অপরদিকে চাঁদা না দিলে সিরিয়ালের নামে ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত আটক রাখা হয় ট্রাকগুলি। এতে দৈনিক শতাধিক বা তার অধিক ট্রাক থেকে ৬০ থেকে ৭০ লাখ টাকা চাদাবাজি করছে ভারতীয় পাড়ের এক গডফাদার। আমদানিকারকরা হিমশিম খাওয়ায় চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে ভোমরা বন্দরের এসব সংগঠন এই আন্দোলনে নেমেছে।

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।