বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, নিখোঁজ ২

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আঠারোটি ফিসিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। বনবিভাগের দুবলা ফরেস্ট স্টেশনের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায় ৩০ হাজার জেলে। জেলেরা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন। শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় ১৮টি ফিসিং ট্রলার। এ সময় দুবলায় ৮টি এবং তার পার্শ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও ১০টি ফিশিং ট্রলার ডুবে যায়।

এরপর অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জন জেলে ফিরে আসে। কিন্তু রামপালের দুর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর ও ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে মো. মোতাচ্ছির নিখোঁজ রয়েছেন বলে ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান। এই জেলেদের উদ্ধারে দুবলার ১০০ ট্রলার এবং কোস্টগার্ডের দুটি জাহাজ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।