সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে পৌরসভার ১১ জন কাউন্সিলর।
গত ১৩ জানুয়ারী ২০২২ পৌরসভার ১০ কাউন্সিলর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অভিযোগ উত্থাপন করে। এসব অভিযোগের মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌরসভার আর্থিক ক্ষতিসাধন ও পৌরসভার বিভিন্ন হাট-বাজার বিধি ভঙ্গ করে ইজারা প্রদান এবং অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের নিমিত্তে বাজেট ব্যতীত টেন্ডার প্রদান।
এদিকে অভিযোগ প্রাপ্তি পর গত ২৪ জানুয়ারী ২০২২ স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সরজমিনে তদন্ত করে সুস্পষ্ঠ মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন প্রেরণের জন্য জেলা প্রশাসক, সাতক্ষীরাকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে গত ৩ ফ্রেব্রুয়ারী জেলা প্রশসেকের কার্যালয়ে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।