শাহীন আলম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে আবারও একটি কৃষ্ণচূড়া বৃক্ষের চারা রোপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধান ফটকের সামনে বেলা ১২ টায় কৃষ্ণচূড়ার’সহ মোট তিনটি ফুল গাছের চারা রোপন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ।
এরপর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শিক্ষক, কর্মকর্তাদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের সামনের ফুল বাগান পরিদর্শন করেন এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রধান করেন। এর আগে গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হয়। এটি দীর্ঘদিন পাতাহীন মৃত অবস্থায় দাঁড়িয়ে ছিল।