তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় চুরি সংগঠনে ব্যবহৃত আলামতসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ সময় উপজেলার খেশরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মোক্তার মোড়ল ছেলে আব্দুল্লাহ ধুনা (৩০) মুড়াগাছা গ্রামের জিল্লু রহমান ছেলে কাইয়ুমুল ইসলাম (৪২)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মঙ্গলবার রাতে এলাকায় চোর, ডাকাত, ছিন্তাইকারী অভিযান পরিচালনা সময় উপজেলার খেশরা এলাকা থেকে চুরি সংগঠনে ব্যবহৃত আলামতসহ দুইজনকে আটক করা হয়। বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Check Also
সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে …