অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে মঙ্গলবার ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি।
এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর আরব নিউজের।
সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন ভঙ্গ করে চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছে ওআইসি।
ওই তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পশ্চিম তীরের নাবলুসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট নাবলুসের মাকেফিহতে তিনজনকে গুলি করে।
নিহত তিন ফিলিস্তিনি হচ্ছেন- আশরাফ মুবাসালাত, আদাম মাবরোকা, মোহাম্মদ দাখিল।
তবে ইসরাইলের পুলিশের দাবি, এ তিনজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছেন। গুলিতে গাড়িটি ঝাঁজরা হয়ে গেছে।