ছলনার উর্মি – বিলাল মাহিনী

 

জীবন দেখেছো?
সে এক বহুতল ভবনের সিঁড়ি
সে ক্রমাগত উঠতে চায় উপরে
মাঝে মধ্যে পা পিছলে পড়ে যায়
ছলনা ও মায়ার ছল বদলায় রূপ
রৌদ্রের প্রেম অথবা অভিশাপ মেখে-
চলে জীবন নামের সংসার।

স্নেহমাখা ভালোবাসা যেনো-
আঁধারের নিচে এক পুষ্পিত বাঁকা পথ
অজানা রহস্যে ভরা স্বপ্নপূরী।
মায়া বহুরূপী!
চোখের কাজলে, ঘাসের গায়ে জমানো শিশিরে
সুউচ্চ নীড়ে, মায়ার সুশ্রী বদনে!
এই মায়া আর ঘৃণা-অহমিকার দোলাচালে –
জীবন চলে, থামে।

শ্মশান বা কবরের পাশ দিয়ে হেঁটে গেলে বুঝি-
বেঁচে থাকা বিষ্ময়
চোখ বুজলেই আঁধারের ঢেউয়ে ভেসে
অসীম উর্মি মাখি গায়ে।

জীবন ধুসর, ছন্দ ছেঁড়া
স্মৃতির মনিমালা
হেরে যাই সত্যের কাছে, কখনো মিথ্যার কাছেও
শত প্রেম, তিক্ত অবজ্ঞা-ভ্রুকুটি-অপমান সয়ে
উপহাস আর লু হাওয়ায়
শুকোয় শরীর মন।

Check Also

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লাখ টাকার মালামাল আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।