সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরে ৫৬টি পদ শূণ্য থাকায় অফিসের বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি শূণ্য পদ রয়েছে পরিবার কল্যাণ সহকারী পদে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্রে প্রকাশ, শ্যামনগর পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুমোদিত পদের সংখ্যা ১৪২টি এর মধ্যে কর্মরত রয়েছে ১০১টি পদে।
১জন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী প্রেষণে কালিগঞ্জ উপজেলায় কর্মরত। পরিবার পরিকল্পনা কার্যালয়ের শূণ্য পদগুলি হল মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ১ জন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১ জন, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ) ১জন, সাবএসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ৫জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ৬জন, ফার্মাস্টিট ৭জন, পরিবার কল্যাণ সহকারী ২৫জন, অফিস সহায়ক ১জন, দারোয়ান/নিরাপত্তা প্রহরী ৫জন ও আয়া ৪জন। বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। জানা যায়, এই বৃহত্তম উপজেলায় সক্ষম দম্পত্তির সংখ্যা ৭৫,৭৬৪ জন। ইউনিয়ন সংখ্যা ১২টি। সবচেয়ে বেশি পদ শূণ্য রয়েছে দ্বীপ ইউনিয়ন গাবুরায়। ১২টি ইউনিয়নের মধ্যে রমজাননগর ইউনিয়নে পরিবার পরিকল্পনা কার্যালয় ভগ্ন দশা থাকার কারণে বর্তমানে রমজাননগর ইউপিতে কার্যক্রম চলছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন বলেন, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এত অধিক সংখ্যাক শূণ্যপদ থাকায় কার্যক্রমে অসুবিধা হচ্ছে। শূণ্যপদের বিষয়টি যথাযথ কতৃপক্ষের নিকট কয়েকবার পত্র মারফত অবহিত করা হয়েছে বলে জানান।