গাবুরার পার্শ্বেমারীতে টিউবওয়েলের পানিতে আগুন জ্বলছে

গাবুরা, শ্যামনগর (প্রতিনিধি): গাবুরার পার্শ্বেমারীতে টিউবওয়েল থেকে প্রাকৃতিক গ্যাস উদ্গীর্ণ হচ্ছে। এতে আগুন দিলে দাউদাউ করে আগুন জ্বলছে। সেটা দেখতে ভিড় করছে উৎসুক জনতা।
জানা যায়, শ্যামনগরের বদ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি।
এ অঞ্চলের মানুষের পানি সমস্যা নিরসনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবির অর্থায়নে পার্শ্বেমারী গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার একটি গভীর নলকূপ স্থাপনের কাজ সমাপ্ত হয়। কিন্তু পানি উঠলেও পানির সাথে গ্যাসের গন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের সন্দেহ হলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালালে জ্বলতে থাকে। যতক্ষন পর্যন্ত টিউবওয়েল চেপে পানি তুলছে, ততক্ষন পর্যন্ত আগুন জ্বলছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ধারণা করছি মাটির নিচে গ্রাসের মজুদ রয়েছে। সরকার যদি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে পরিক্ষা-নিরিক্ষা করে গ্যাস উত্তোলন শুরু করে তবে এ জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের পথ সুগম হবে।
গাবুরা চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি আমি শুনছি। খুব দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।