সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ঘটাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক আমিরুল গাজীকে আটক করা হয়েছে। শনিবার আশাশুনি উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষেকের নাম গোবিন্দ রায় (৬৫)। তিনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে ও খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এদিকে, আটক ট্রাক চালকের নাম আমিরুল ইসলাম। সে সদর উপজেলার পারকুখরালি গ্রামের নজরুল গাজীর ছেলে। নিহতের ভাই সঞ্জয় রায় জানান, আশাশুনি উপজেলার কাদাকাটি সড়কের হলদে পোতা ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন গোবিন্দ রায়। স্থানীয় এ ঘটনার সাথে সাথেই ট্রাক চালক আমিরুলকে আটক করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন। পরে তারা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় পুলিশ যশোর ট-১১-৪০০৫ নাম্বারের ঘাতক ট্রাকটিকেও জব্দ করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ এর চালক আমিুরুলকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদ›ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।###
আবু সাইদ বিশ^াস: সাতক্ষীরা: ১২/২/২০২২
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …