শার্শার বাগআঁচড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান,জরিমানা আদায়

আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি :

শার্শার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যশোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার(১৪ই ফেব্রুয়ারী) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এ জরিমানা করে আদায় করেন।

এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে বাগআঁচড়া ফারিয়া ফার্মেসীকে ২ হাজার, অবৈধ স্কীন ক্রীম বিক্রির জন্য বিয়ের সাজ কসমেটিক্সকে ২ হাজার, রহিমা কসমেটিক্সকে ২ হাজার ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভোক্তা অধিদপ্তরের পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এই ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে

অভিযান পরিচালনার এসময় স্যানেটারি কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।