শাহীন আলম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) নির্বাচন-২০২২ সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ (শিক্ষক ইউনিট) এর সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ এবং সাধারণ সম্পাদক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল হ্যাপি স্বাক্ষরিত এক স্মারক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইবি বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) এর বর্তমান কমিটির মেয়াদ আগামী ১১ মার্চ ২০২২ তারিখে ২ বছর পূর্ন হবে। এ উপলক্ষে পরবর্তী নেতৃত্ব নির্বাচনের জন্য ১৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) এর সাধারন সভায় বিস্তারিত আলোচনা শেষে নির্বাচন-২০২২ সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান।
অন্যান্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে.এম শরফ উদ্দিন এবং উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ.এইচ.এম নাহিদ।
এছাড়াও সভায় বর্তমান কমিটিকে করোনা কালীন সময়ে হাজারো প্রতিকূলতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ধন্যবাদ জানানো হয় এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সভায় মত প্রকাশ করা হয়।