সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২৩ কেজি ভারতীয় রুপা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২৩ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরায় ৩৩ বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের সদস্যদরা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ রুপা উদ্ধার করে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খান কর্তৃক সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি মজুমদার খাল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯,৯০,০০০/- (উনত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যের ২৩ কেজি ভারতীয় রুপার গহনা আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের এবং আটককৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।