খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রনজিৎপুর চন্দ্রমহল ইর্কোপার্কের সামনে নির্জন একটি স্থান হতে দেলোয়ার হোসেন নিকারী (৩৫) নামের একজন ভ্যান চালকের রক্তাক্ত লাশ উর্দ্ধার করেছেন চুলকাটি তদন্ত কেন্দ্রর পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পার্কের ২য় গেটের সামনের সুকুমার দাশ এর নির্জন সিম বাগান এর ভিটা হতে নিহতের মারদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারনা। নিহত দেলোয়ার হোসেন নিকারী ভট্ট-কনকপুর গ্রামের মরহুম ইলাল নিকারীর পুত্র। পেশায় তিনি একজন ভ্যান চালক ও এক সন্তানের জনক।
স্থানীয়রা জানান, শুক্রবার দুুপর সাড়ে ১২টার দিকে নিহত দেলোয়ার নিকারী তার ভ্যানটি চন্দ্রমহল ইকোপার্কের ১ম গেটের সামনে জনৈক দোকানদার এর কাছে রেখে কয়েকজন সঙ্গির সাথে চলে যায়। বিকাল সাড়ে ৫টায় দিকে জনৈক মহিলা সেই নির্জন স্থানে ঘাস কাটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেলোয়ার এর লাশ দেখে চিৎকার করলে গ্রামবাসি ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ তার রক্তাক্ত লাশ উর্দ্ধার করেন।
এব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনর্চাজ ইন্সপেক্টর মোঃ ওলিয়ার রহমান বলেন, আমরা সন্ধ্যায় লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিলে লাশ উর্দ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছি। প্রাথমিক ভাবে আমাদের ধারনা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।