গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২০

রাকিব হোসেব, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান জানান, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে দীর্ঘদিন যাবত এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মোহসিন শেখ ও সাইফুল মৃধার সমর্থকদের মধ্যে কোন্দল চলে আসছিল।

গতকাল শুক্রবার বিকালে ওই গ্রামের যুবকরা স্থানীয় নীলের মাঠে ক্রিকেট খেলতে যায়। এসময় তাদের মধ্যে তর্ক-বির্তর্কের ঘটনা ঘটে।

এর জের ধরে আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে দুই পক্ষের ণোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ সংঘর্ষে মারাত্মক আহত মো: বাদল (৩৫), মো: জামাল শেখ (৩০), মো: রাকিব শেখ (২২), মো: রাজিব খাঁ (২৪), মো: জাকির হোসেন (৬০), মো: মাসুদ খাঁ (৪২), মো: জসিম শেখ (২৫), মো: দিপু শেখকে (৩২) কাশিয়ানী ১০০-শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

তিনি আরো জানান, উভয় পক্ষ কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছে। সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

Check Also

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড, নারীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।