একুশের কবিতা “ভুলিনি তোমাদের“ গ্রামেরকবি ( জাহিদ )

একুশের কবিতা “ভুলিনি তোমাদের“ গ্রামেরকবি ( জাহিদ )

এ বি সিদ্দিক দেবহাটা প্রতিনিধি :
৫২ এর ভাষা আন্দোলন,
২১শে ফেব্রুয়ারী।
মোরা কি ভুলিতে পারি!
ভাইয়ের বুকে তাজা রক্তে গড়া,
২১শের শহীদ স্মৃতি।
সন্তান হারা মায়ের অশ্রু দিয়ে লেখা,
৫০ বর্ণ বাণী।
মোরা কি ভুলিতে পারি!
ভুলি নাই ভুলি নাই ও ভাই, তোমাদের সেই স্মৃতি
হৃদয়ের ফুলদানিতে আজও-
গেথেছি অমর করি।
এসো এসো দেখে যাও, ওহে ভাই,
তোমাদের ভুলিনি,
প্রতি বর্ষ সেই দিনে জানাই, শ্রদ্ধাঞ্জলি।
এসো এসো দেখে যাও, ওহে ভাই,
তোমাদের ভুলিনি,
তোমাদের কথা বইছে আজও-
সারা পৃথিবী।
মোরা কি ভুলিতে পারি!
মেডিকেল হোস্টেলের সেই রমনা পিচের ধারে,
আজ আর নেই, সেই রক্ত করবী হিজল ফুলগুলি।
তবুও সেখানে অর্পন আজও-
হাজার পুষ্প তাড়ী।
মোরা কি ভুলিতে পারি!
২৬শের সেই দিনটি মোরা আজও ভুলিনি,
পাষান্ডরা ভেঙেছিল যে শহীদ মিনারটি।
পারিনি পারিনি ধ্বংশ তারা,
আজ গড়েছি হাজার মিনারটি।
মোরা কি ভুলিতে পারি!
রক্ত দিয়েছ, প্রান দিয়েছ, দিয়েছ মায়ের ভাষা,
তোমাদের কাছে আমাদের যে-
করেছ চিরঋণী।
নিজেদের করেছ উৎস্বর্গ তোমরা,
পেয়েছ শহীদ উপাধি।
আমাদের দিয়েছ মায়ের ভাষা,
একটি শহীদ স্মৃতি।
তোমাদের জন্য পেয়েছি দিবস
পেয়েছি শহীদ স্মৃতি।
তাইতো মোরা আজ এ জাতি হয়ে-
মাথা উচু করেছি।
মোরা কি ভুলিতে পারি!
আজ তোমরা নেই আমাদের মাঝে,
রক্তিম দেহ সায়িত এ বাংলার বুকে,
তবু তোমরা আছো বেঁচে,
তোমাদের জয়গান বইছে আজও-
বিশ্ব মানবের মুখে।
যে অবদান রেখে গেছ মায়ের মুখে,
জানি, পারব না সে ঋণ মোরা শোধ করিতে।
তবু এতটুকু বলতে পারি মোরা অট্রকন্ঠি,
তোমাদের এ অবদান রইবে লিপি-
স্বর্ণ অক্ষরি।
মোরা কি ভুলিতে পারি!

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।