আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবতার বন্ধন পরিচালকের স্বরণে ফ্রী ব্লাড গ্রুপিং

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এবং মানবতার বন্ধনের পরিচালক এর স্বরণে ফ্রী ব্লাড গ্রুপিং সম্পন্ন হল। সোমবার ২১ শে ফেব্রুয়ারী বিকাল ৪.৪৫ ঘটিকায় স্থান ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও বলফিল্ড মসজিদ প্রঙ্গনে এ ব্লাড গ্রুপিং করা হয়।
বিকালে আসরের নামাজের পর উপস্থিত মুসল্লীদের নিয়ে এবং স্থানীয় জনসাধারণের এই ফ্রী ব্লাড গ্রুপিং করানো হয়। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মানবতার বন্ধনের অসহায় ও দুস্তদের খাদ্য ও চিকিৎসা সামগ্রী ক্রয় করে দিয়ে থাকে। কিন্তু এ বছর তারা তাদের পরিচালকের মৃত্যুতে এ ধরনের ভিন্ন ধরনের চিন্তা করেছেন বলে জানায় সংগঠনটির নবনির্বাচিত পরিচালক মোঃ ইকবাল হোসেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।