আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবতার বন্ধন পরিচালকের স্বরণে ফ্রী ব্লাড গ্রুপিং

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এবং মানবতার বন্ধনের পরিচালক এর স্বরণে ফ্রী ব্লাড গ্রুপিং সম্পন্ন হল। সোমবার ২১ শে ফেব্রুয়ারী বিকাল ৪.৪৫ ঘটিকায় স্থান ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও বলফিল্ড মসজিদ প্রঙ্গনে এ ব্লাড গ্রুপিং করা হয়।
বিকালে আসরের নামাজের পর উপস্থিত মুসল্লীদের নিয়ে এবং স্থানীয় জনসাধারণের এই ফ্রী ব্লাড গ্রুপিং করানো হয়। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মানবতার বন্ধনের অসহায় ও দুস্তদের খাদ্য ও চিকিৎসা সামগ্রী ক্রয় করে দিয়ে থাকে। কিন্তু এ বছর তারা তাদের পরিচালকের মৃত্যুতে এ ধরনের ভিন্ন ধরনের চিন্তা করেছেন বলে জানায় সংগঠনটির নবনির্বাচিত পরিচালক মোঃ ইকবাল হোসেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।