বাগেরহাটে ট্রাক চাপায় নৌ-বাহিনী কর্মকর্তা নিহত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় ফিরোজ নামের এক নৌ বাহিনী কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডে স্ত্রীকে রংপুরের বাসে উঠিয়ে দিয়ে মোংলায় ফিরছিলেন তিনি। এসময় মহাসড়কের চুলকাঠি বাজার এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাড়ি এবং বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে।

এদিকে দূর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন।

নিহত ফিরোজ বাংলাদেশ নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট পদে বানৌজা মোংলা ঘাটিতে সংযুক্ত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালি থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি। তবে ফিরোজের সম্পূর্ণ পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চুলকাঠি পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ওলিয়ার রহমান বলেন, কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেতলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।