সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর :
গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা বাজারে ৩টি দোকান আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। বিদ্যুৎ এর শর্ট সার্কিটে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক সকাল ৭ টা ৩০ মিনিটে বিদ্যুৎ এর শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে প্রথমে একটি ফাস্ট ফুডের দোকান পরে ২টি সেলুন আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। ৩টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার অধিক। বাজারের স্থানীয় দোকানদার ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ সময় ৩টি দোকানে থাকা সব ধরনের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাশ্ববর্তী একটি বাইসাইকেলের দোকানের আংশিক আগুনে পুড়ে গেছে। ফাস্ট ফুডের দোকানের মালিক আতাউর রহমান বলেন, ‘সকালে হঠাৎ ফ্রিজের বিদ্যুৎ লাইনের তারে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে। তারপর পাশাপাশি থাকা আরো দু’টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আমার দোকানে থাকা সকল প্রকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।’ এদিকে পুড়ে যাওয়া সেলুনের মালিক কোটা গ্রামের গুরুদাস ও তারক দাস আপন দুই ভাই কে আগুনে ভষ্মিভূত দোকানের পাশে বসে বিলাপ করতে দেখা যায়। তারা এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে চোখ মুছতে মুছতে বলেন, ‘আমাদের সব কিছু শেষ হয়ে গেলো। আমাদের আয়ের একমাত্র পথটি বন্ধ হয়ে গেলো, এখন কিভাবে সংসার চালাবো?’
পায়রা বাজারে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলে পরিদর্শন করেন ৩নং চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান ও ৪নং পায়রা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান এবং কোটা ৪ নং ওয়ার্ডের মেম্বার গোলাম রসূল তরফদার ও ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল শেখ। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।