তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৫১ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবার সকালে ইসলামকাটি ইউনিয়নের ভাগবাহ গ্রামে ২৫ জন সুবিধাবঞ্চিত নারীর উপস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ বাবলুর রহমান, জাতীয় মহিলা সংস্থার তালা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান,তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার।
৫১তম উঠান বৈঠক তৃণমূল নারীদের বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য ও পুষ্টি, নারীদের উদ্যোক্তা হওয়া এবং কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার জন্য সঠিক সময়কালের ধারণা দেওয়া হয়।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …