তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে বলেছেন, ন্যাটো জোটের আরো দৃঢ় সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। তুরস্ক ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র।
এরদোগান বলেছেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়।
এর আগে ইউক্রেনে রাশিয়ান সেনা হস্তক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে তুরস্ক। গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার ‘অনুচিত ও বেআইনি’ আক্রমণ অবসানের আহ্বান জানায় আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর অভিযানকে অগ্রহণযোগ্য বলে মনে করছি এবং তা প্রত্যাখ্যান করছি।’
‘এ হস্তক্ষেপ শুধু মিনস্ক চুক্তি ভঙ্গ করাই নয়, অধিকন্তু আন্তর্জাতিক আইনেরও এটি একটি বড় লঙ্ঘন। এবং এটি আমাদের অঞ্চল ও বিশ্ব নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি তৈরি করছে।’
এতে আরো বলা হয়, ‘ইউক্রেনের রাজনৈতিক ঐক্য, স্বায়ত্তশাসন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’ নয়াশতাব্দী.কম।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …