মানব কল্যান তহবিলের (সাতক্ষীরা) পক্ষ থেকে আরো এক শিশুর চিকিৎসা খরচের জন্য ৫০০০ টাকা সহযোগীতা করা হলো। এই টাকা নিয়ে তারা খুলনার আড়াইশ বেড হাসপাতালে চিকিৎসা নেয়া হবে। এর আগে আমরা জানতে পারি টাকার অভাবে ৬ মাসের বাচ্চার চিকিৎসা আটকে আছে। বাচ্চার নাম হাফসা হালিম । পিতার নাম মো: হালিম শেখ, পেশা দিন মজুর, গ্রাম ,মঙ্গলানন্দকাটি ৩নংওয়াড, খলিষখালি ইউনিয়ন, তালা, সাতক্ষীরা । জন্মের দেড় মাসের মাথায় তার হার্ডে ৩টি ছিদ্র ধরা পড়ে। সেখান থেকে বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা নেয়া হয়। পরে জাতীয় হৃতরোগ ইনস্টিউট ঢাকায় কয়েক দফায় চিকিৎসা নেয়া হয়েছে। এখন আরো উন্নত চিকিৎসা দরকার। কিন্তু শিশু হাফসের পিতা হালিম চিকিৎসার খরচ টাকা যোগাড় করতে নিজের সহায়সম্পত্তি শেষ পর্যায়ে চলে এসেছে। তার পক্ষে তার শিশু কন্তার আর চিকিৎসা করানো সম্ভাব হচ্ছে না। চিকিৎসা না পেলে হয়তোবা বাবা মার সামনে শিশু কন্যা হাফসা বিদায় নিতে পারে। নিজের কন্যার চিকিৎসার জন্য হালিম শেখ সকলের কাছে সহযোগীতা চেয়েছেন। আমাদের কাছে অসহায়,দিনমজুরসহ অনেকে কঠিন ও জটিল রোগের চিকিৎসা করাতে সাহায্য চেয়েছেন। যারা এমন মহাৎ কাজে অংশ নিতে চান সেই সব মহাৎ ব্যক্তিবর্গ মানব কল্যান তহবিলের( ফেসবুক গ্রুপের) চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকর জাকির হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল ০১৯৭৬-৬৬০৫০১
হাফসাকে কে সহায়তার জন্য- বিকাশ পারসনাল ০১৭৩৯-১২৪১৬৬ , পিতার সাথে কথা বলার জন্য ০১৭৬৫-৪৫০৪৪০। ব্যাংক হিসাব নম্বর: মো: হালিম শেখ, সঞ্চয়ি হিসাব নম্বর: ২৮১২৬০১০০৮৮১৭, সোনালি ব্যাংক,খলিষখালি শাখা,তালা- সাতক্ষীরা।