আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি :
খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলা পশ্চিম কপোতাক্ষ স্পোটিং ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একাদশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
১৮ ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টার সময় গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শার্শা বনাম শার্শা দক্ষিণ। বিকাল ৩টায় শার্শা উত্তর বনাম বেনাপোল সরুপদহ প্রাথমিক বিদ্যালয়। ১৯ ফেব্রুয়ারি ঝিকরগাছা বনাম ঝিকরগাছা পূর্ব,ঝিকরগাছা দক্ষিণ বনাম ঝিকরগাছা পশ্চিম লাউজানি মাধ্যমিক বিদ্যালয়,২১ ফেব্রুয়ারি চৌগাছা বনাম চৌগাছা উত্তর কায়েমকোলা প্রাথমিক বিদ্যালয়,২৫ ফেব্রুয়ারি চৌগাছা দক্ষিণ বনাম ঝিকরগাছা উত্তর,টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
৬ মার্চ রবিবার বিকাল ৩টায় দশ পাখিয়া মাধ্যমিক বিদ্যালয় চৌগাছা দক্ষিণ বনাম ঝিকরগাছা পশ্চিম উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চৌগাছা দক্ষিণ ক্রিকেট একাদশ।
১২ দলের অংশগ্রহনে পাঁচদিন এ ক্রিকেট খেলায় ফাইনালে চৌগাছা দক্ষিণ স্পোটিং ক্লাব ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। চৌগাছা দক্ষিণ স্পোটিং ক্লাব ক্রিকেট একাদশ ব্যাটিং করতে এসে নির্ধারিত ১০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুহিন ২৪ রান করেন।জবাবে ঝিকরগাছা পশ্চিম ক্রিকেট একা১০ ওভার শেষে ১উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে।ফলে চৌগাছা দক্ষিণ ১৪ রানে জয় লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন যশোর জেলা পশ্চিম স্পোর্টিং ক্লাবের পরিচালক জনাব তরিকুল ইসলাম।
তিনি বলেন “খেলায় শক্তি খেলায় বল মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান সামনে নিয়ে ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে, তার জন্য খেলাধুলা মনোযোগী করতে হবে।
যশোর জেলা পশ্চিম কপোতাক্ষ স্পোটিং ক্লাবের ব্যবস্থাপকের পরিচালনায় এ সময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন ক্রীয়া সম্পাদক ইসমাইল হোসেন,প্রকশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জেলা সদস্য
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট চৌগাছা দক্ষিণ ক্রিকেট একাদশের জহুরুল নির্বাচিত হয়েছেন ।
ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার ইসমাইল হোসেন ও আসাদুজ্জামান আসাদ।