সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা শহর শাখার রোকন মমতাজ বেগমের স্বামী ও জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ আশিকুর রহমানের শ^শুর ফজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাতক্ষীরা শহরের ৫নং ওয়ার্ডে মিয়াসাহেবের ডাঙ্গা গ্রামে মরহুমের দাফন সম্পন্ন হয়। দুপুর ২টায় কারিমা মাধ্যমিক স্কুল মাঠে ফজলুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দীস আব্দুল খালেক। জানাজায় অংশ নিতে কারিমা মাঠে সাধারণ মানুষের ঢল নামে। তিনি সাতক্ষীরা পাদুকা ব্যবসায়ী ছিলেন। এদিকে গতকাল রবিবার সকালে সাতক্ষীরা শহর জামায়াতের সাবেক বায়তুলমাল সম্পাদক মাষ্টার শফিকুল্লাহ স্ট্রোক জর্নিত কারণে মৃত্যু বরণ করেন। বিকাল ৫টার দিকে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দীস আব্দুল খালেক। মরহুম দ্বয়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা শহর জামায়াত।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …