নিজেকে হারিয়ে আমারে জিতাতে পরেছিলে নারী সাজ,
সে আশাই আজ বিলিন হয়েছে, নিয়েছো বিষাদ তাজ।
আলাদা হয়েছো নিজ হতে ? নাকি আলাদা করেছে কেউ?
করুণা, দয়া চাইছো কেনো গো তুমি যে মায়ার ঢেউ?
তুমিই তো ছিলে সুধারাশি ,কে করেছে তোমারে গরল?
তোমার নামে বিশেষণ নিতে হয়েছিলে তুমি সরল।
তোমারই পানে চেয়ে আছে দেখো লক্ষ তীক্ষ্ণ বান,
তোমারে বিধিতে সেগুলি আবার তোমাতেই দেয় শান।