চাঁদাবাজি করার সময় এক ভুয়া র্যাব সদস্যকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে র্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল তাকে আটক করে নিয়ে আসে।
আটক ভুয়া র্যাব সদস্যের নাম শরীফ আফ্রিদি (২৪)। সে কলারোয়া উপজেলার বাকশা বাগাডাঙ্গা গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে। কলারোয়ার
চুপড়িয়া এলাকা থেকে সোমবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা র্যাব ক্যাম্প এর কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত আসামীর হেফাজত হতে ০১ টি ভুয়া র্যাব আইডি
কার্ড, ০১ টি মোটরসাইকেল, ০৩ টি মোবাইল ফোন ও ০৬ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামী তার কৃতকর্মের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …