ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে তুরস্কের প্রেসিডেন্টকে টেলিফোন করবেন জো বাইডেন।
বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কাতারভিত্তিক আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানানো হয়।
তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন দুদেশের সম্পর্কই ভালো। এরদোগান বলেছেন, এই যুদ্ধ থামাতে তিনি ২০ দেশের নেতার সঙ্গে কথা বলেছেন।
আর যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছে জো বাইডেনের সরকার।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের ব্যাপারে আলোচনা করতে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় এ বৈঠক শুরু হয়। তুরস্কের পরররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর আমন্ত্রণে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।