তালায় নব নির্বাচিত শিক্ষক কমিটির অভিষেক অনুষ্ঠান

মোঃ আকবর হোসেন,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালায় বাংলাদেশ শিক্ষক সমিতির নব নির্বাচিত শিক্ষক কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন করেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি জগদিস কুমার হালদার, সাধারন সম্পাদক শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা,কোষাধ্যক্ষ শিক্ষক অজয় কুমার দাশসহ নবগঠিত সকল সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ করার সাবেক সভাপতি আনন্দ মোহন হালদার।
রবিবার(১৩ মার্চ) শিক্ষক সমিতির কার্যালয়ে  অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ,  শিক্ষক সভাপতি আনন্দ মোহন হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক সজীবুদ্দৌলার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, দৈনিক পত্রদুত পত্রিকার সম্পাদক লাইলা পারভীন সেজুতি, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মইনুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান শিক্ষক মোঃ আব্দুল হাই, সাংবাদিক মোঃ আকবর হোসেনসহ বিভিন্ন স্কুলের প্রধানগন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তালা জালালপুর ইউনিয়নে জেঠুয়ায় এক আওয়ামীলীগ নেতা কর্তৃক জালালপুর জাগরনী স্কুলের প্রধান শিক্ষককে অপমান ও লাঞ্চিত করার জন্য, অভিষেক অনুষ্ঠান হতে শিক্ষক প্রতিনিধি ও বক্তরা কড়া সমালোচনাসহ প্রতিবাদ জানান।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।