দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুর মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

গাযী খলিলুর রহমান,গাসিক সংবাদদাতা: চাল,ডাল,তেল,চিনি,পেয়াজ,সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুর মহানগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি  গাজীপুর চৌরাস্তা  টাংগাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ গেটের সামনে থেকে  শুরু হয়ে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সেবা হাসপাতালের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি  মো: খায়রুল হাসান। তিনি বলেন, চাল,ডাল,তেল,চিনি,পেয়াজ,সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে লাফিয়ে  বাড়ছে। নিন্মবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষেরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়ছে। সাধারন মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে নিরবে নিভৃতে কাঁদছে। বাজারে দ্রব্যমূল্যের আগুনে জনগণের  বুকের ভিতরে  জ্বলছে।

সহকারি সেক্রেটারি মো: হোসেন আলীসহ বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নগর সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন,   কর্মপরিষদ মো: আজহারুল ইসলাম মোল্লা , আবু সাঈদ মুহাম্মদ ফারুক,আবু সিনা নুরুল ইসলাম মামুন,জামায়াত নেতা আবু তাকি, মো: আশরাফ আলী কাজল, হাফেজ আব্দুল মোত্তালিব,মো: এখলাছ উদ্দিন,   মো: আনোয়ার হোসেন ভূইয়া,মো: আশরাফুল আলম রাজু, মো: রফিকুল ইসলাম, মো: তারিকুজ্জামান, মো: নোমান  প্রমুখ।

মো:খায়রুল হাসান জনদুর্ভোগের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং ব্যর্থতার দায় স্বীকার করে  ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।