দৈনিক ৮০ কোটি টাকা লোকসান গুনছে বিপিসি : নসরুল হামিদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দৈনিক ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে। লোকসানের পরিমাণ মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এই অবস্থায় জ্বালানির দাম স্থিতিশীল রাখার চিন্তা করা হচ্ছে। লোকসান রেখে ভর্তুকি বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে, তবে আরো বাড়লে কী হবে তা এখন বলা মুশকিল।
আজ সোমবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানির (এনডব্লিউপিজিসিএল) যৌথ উদ্যোগে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ এ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গত তেরো বছরে পাঁচ গুণ বেড়েছে। ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎসহ দেশে এখন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। আরো ১৩ হাজার ২১৯ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন অবস্থায় আছে। ভারত থেকে বর্তমানে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ জ্বালানি খাতের উন্নয়ন কমকাণ্ডে ইউক্রেন যুদ্ধের সরাসরি কোনো প্রভাব এখনও পড়েনি। সব উন্নয়ন কর্মকাণ্ড সঠিক গতিতে চলছে। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে রাশান কম্পানি কাজ করছে, গ্যাজপ্রম কূপ খননে কাজ করছে। তাদের কাজে যুদ্ধের কোনো প্রভাব লক্ষ্যণীয় নয়। ’
নসরুল হামিদ বলেন, ‘আগামী ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকন্দ্র এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ’
গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাস উৎপাদন বাড়াতে পার্বত্য এলাকায় গভীর কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। তবে সেখান থেকে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। অন্যদিকে আমাদের চাহিদা বাড়ছে হাজার হাজার ঘনফুট। ’
কাতার সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের কাছে দীর্ঘ মেয়াদে ১.৫ মিলিয়ন এমএমসিএফডি আমদানির অনুরোধ করেছি। তারা দু একদিনের মধ্যে এ বিষয়ে আমাদের জানাতে চেয়েছে। আমরা তাদের কাছ থেকে এলএনজি আমদানি করছি। আমাদের চুক্তিতে দুই ধরনের অপশন রয়েছে, আমরা সর্বোচ্চ পরিমাণে গ্যাস সরবরাহের বিষয়ে বিবেচনা করার অনুরোধ করেছি।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।