অভয়নগরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিসভায় পদযাত্রার সিদ্ধান্ত

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর ও মনিরামপুর উপজেলার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়। আমডাঙা থেকে নওয়াপাড়া পর্যন্ত পদযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ মার্চ ২০২২ সোমবার মনিরামপুর মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বাবু রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আ. হামিদ গাজী, চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, মাসুদ হাসান, সাধন বিশ্বাস, শেখর বিশ্বাস, ব্রজেন সরকার, তৃষা চামেলী, রাশিদা বেগম, চৈতন্য কবিরাজ, আঃ আজিজ, অজিত মল্লিক প্রমুখ।

সভায় দ্রুত বরাদ্দকৃত আমডাঙা খালের কাজ শুরু করা, দ্রুত বিল কপালিয়ায় টিআর চালু, দ্রুত ভাটিতে ৫ টি স্কেভেটর দিয়ে পলি অপসরণ, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকল কাজ সেনাবাহিনীর মাধ্যমে করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভায় আগামী ১৯ মার্চ ২০২২ শনিবার সকালে সুজাতপুরে সংবাদ সম্মেলন ও ৩০ মার্চ ২০২২ বুধবার আমডাঙা থেকে নওয়াপাড়া পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সভার শুরুতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্মআহবায়ক, আজীবন বিপ্লবী, কৃষক নেতা মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহিত হয়।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।