সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ শুরু,এবারের টার্গেট ১ হাজার ২শ’ কুইন্টাল মধু

আবু সাইদ, সাতক্ষীরা: সুন্দরব-সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মাস শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে মধু আহরণ কার্যক্রমের উদ্ধোধন করেন, খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তারুজ্জামান, ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকা হতে বাওয়ালীরা অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিহির কান্তি দাস বলেন, সুন্দরবনের খলসি গাছগুলোতে ফুল এসেছে। ফুলের নির্যাস সংগ্রহ করে নিজেদের চাকে মধু জমা করছে মৌমাছিরা। তাই মৌয়ালরা মধু সংগ্রহ করতে মঙ্গলবার থেকে সুন্দরবনে যাবেন। ১৫ মার্চ থেকে আগামী ১৫ মে তিনমাস মৌয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারবেন। তবে সুন্দরবনে ঢুকতে হলে অনুমতিপত্র নিয়ে যেতে হবে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা। শ্যামনগর উপজেলার চকবারা গ্রামে হারেস আলী জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘেœ মধু আহরণ করা যাবে। সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, এবার সুন্দরবনের মধু আহরণের লক্ষ্যমাত্রা ১হাজার ২শত কুইন্টাল এবং মোম সংগ্রহনের লক্ষ্যমাত্রা ২৬৫ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধুর জন্য মৌয়ালদের ১হাজার ৬শত টাকা এবং মোমের জন্য ২হাজার ২শত টাকা সরকারকে রাজস্ব দিতে হবে। এমএ হাসান আরও জানান, সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনে পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা স্পট হতে মধু আহরণ করতে পারবেন। প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। ১জন বাওয়ালী ১৫দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫দিনের বেশি কোন বাওয়ালী সুন্দরবনে অবস্থান করতে পারবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করা হয়। সুন্দরবনে নির্বিঘেœ মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমন হতে রক্ষার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।