দুর্দিন – বিলাল মাহিনী

 

কী দুর্দিনে পড়ছে যে দেশ
মানুষ বাদে সব পণ্যের
বাড়ছে দেখো দামটা বেশ!

চারিদিকে হায়রে হায়
ক্ষুধার জ্বালায় মানুষ-পশু
একই সাথে অন্ন খায়।

আজকে ভীষণ দুর্দিনে
মানুষ কেনো খাদ্য খোঁজে
ভাগাড়ে ও ডাস্টবিন?

গড়ছে নতুন সভ্যতা
লক্ষ মনুর রিযিক মেরে
বিত্তশালীর ভব্যতা!

মহাপ্রভু মহাজন আছেন সুখে-শান্তিতে
মধ্যবিত্ত মরছে সবে
গরিব ভোগে বস্তিতে।

জীবন যাদের ফিক্সড বেতনে
কাটছে মহা সংগ্রামে
চিড়ে চ্যাপটা সংসারটা চলবে কেমনে?

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।