ইবির বি.এড ও এম.এড কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহীন আলম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীন বি.এড. এম.এড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেধা তলিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুরা আগামী ২১ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তরা আসন শূন্য সাপেক্ষে ৩১ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভর্তি হতে পারবে। এছাড়া ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd)-থেকে জানা যাবে।

প্রসঙ্গত, এ বছর আইআইইআর’র অধীনে ১ বছর মেয়াদী বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৪১৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৯৪ জন। এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৫৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৯জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৭ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৮ জন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।