বিশ্বজুড়ে শবে বরাত পালিত

বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুসলমানরা লায়লাত আল-বরাত বা ‘বরাতের রাত’ পালন করেছে। এটি হচ্ছে সবার জন্য ক্ষমা ও পরিত্রাণের রাত।

এ রাতে বিশ্বের প্রতিটি কোণে মুসলমানরা নামাজ পড়া ও তওবা করার জন্য মসজিদে যান। শবে বরাত উপলক্ষে তুরস্কে করোনা বিধি শিথীল করায় মসজিদগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। এটি হচ্ছে ইসলামের পাঁচটি পবিত্র রাতের একটি।

যদিও শবে বরাত উপলক্ষে তুরস্কে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয় না, তবে সারা দেশের মসজিদের মিনারগুলো আলোকিত করা হয় এবং এই উপলক্ষে বিশেষ দোয়া পাঠ করা হয়। এই রাতগুলো সাধারণত তুর্কি ভাষায় ‘কান্দিল গেসেলেরি’ নামে পরিচিত কারণ মুসলমানরা এই রাতগুলোতে মসজিদে ‘কান্দিল’ নামক তেলের বাতি জ্বালাতেন।

লায়লাত আল-বরাত হল ইসলামী চন্দ্র (হিজরি) ক্যালেন্ডারে শাবানের ১৫তম দিনের রাত। উপলক্ষটি এমন একটি সময় হিসাবেও পরিচিত যা রমজানের আসন্ন আবির্ভাবের সুসংবাদ নিয়ে আসে, রোজার পবিত্র মাস যেখানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকে। সূত্র: ডেইলি সাবাহ।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।