সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ মার্চ) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার আশাশুনির সইতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝর্ণা খাতুন, কালিগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম ও মিঠু শেখ, সদর উপজেলার তুজুলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগম, বৈকারী এলাকার আমজাদ হোসেন, মান্নাফ শেখ ও বাসের হেল্পার আসলাম আলীর নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ের ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাসটি (ঢাকা মেট্রো-জ ১৪০১৭৯) খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এসে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি তখন এদিক-সেদিক করে স্থানীয় একটি রেস্তোঁরার সামনে যেয়ে উল্টে যায়। এতে অন্তত ২৫জন আহত হন। এসময় বাসের হেল্পার আসলামকে বালির স্তুপের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়া অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে থাকা লোকদের উদ্ধারে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Check Also

আজ ১৪ই এপ্রিল সোমবার। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২

আজ ১৪ই এপ্রিল সোমবার। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২। বাংলা বছরের প্রথম দিনকে দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।