সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর :
যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া আলিম মাদরাসা ময়দানে ৮দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ ২০২২ শনিবার সকালে উক্ত খেলার শুভউদ্ভোধনের মাধ্যমে খেলা শুরু হয়।
হিদিয়া সবুজ সাথী ক্লাবের আয়োজনে উক্ত খেলায় বিজয়ী হয় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা ভলিবল টিম এবং যশোর বাহাদুরপুর ভলিবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানারআপসহ অন্যান্যদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের এডিসি (ডিএমপি) তাপস কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, হাতিম গ্রুপের ডিভিশনাল ম্যানেজার সাইদুর রহমান জিয়া।
আরো উপস্থিত ছিলেন, পুলিশের উপ পরিদর্শক (বরিশাল মহানগর) মো. ইমামুল হক, সাবেক মেম্বর রফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা ডালিম শেখ, ইসরাফিল শেখ, আমিনুল ইসলাম, মোজাইদুর রহমান, জসিম উদ্দিন, ভৈরব উত্তর জনপদের সাংবাদিকদের একমাত্র সংগঠন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান, সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরান, অর্থ সম্পাদক শিল্পী সব্যসাচী বিশ্বাস, সমাজ সেবক কুতুব উদ্দিন প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন গোলাম মোস্তফা কুতু।
এলাকাবাসীর সাথে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের সাথে কথা বলে জানা যায়, এরকম একটি আয়োজন দেশের ভলিবল খেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। দক্ষ খেলোয়াড় তৈরীতে গ্রামীণ এলাকায় এরূপ আয়োজন করে খেলোয়াড়দের ভলিবল খেলায় উৎসাহিত করা প্রয়োজন।