স্টাফ রিপোটার: কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনভর গ্রীন লাইভ স্পোর্টিং ক্লাভের উদ্যোগে অয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১২ দলীয় যুব কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ খেলা অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ৬ নং সোনাবাড়িয়া ইয়োথ ক্লাব ক্রিকেট একাদশ ও ৫ নং কেড়াগাছি যুবসমাজ উন্নয়ন ক্রিকেট একাদশ। এতে ৬ নং সোনাবাড়িয়া ইয়োথ ক্লাব ক্রিকেট একাদশ জয় লাভ করেন। সকাল ৯টায় অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন, কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম। সমাপনি অনুষ্ঠানে পুরুষ্কার বিতরণ করেন, যুবনেতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন যুব নেতা আজিজুর রহমান।
১২ দলীয় যুব কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ খেলায় ১ নং জয়নগর ইয়োথ ক্লাব,২নং প্রগতি যুবক্লাব,৪ নং গ্রীন লাইফ ক্লাব,৫ নং যুব সমাজ উন্নয়ন ক্লাব,৬ নং সোনাবাড়িয়া ইয়োথ ক্লাব,৯ নং হেলাতলা ক্রীড়া উন্নয়ন সংঘ,১০ নং কুশোডাঙ্গা যুব ক্লাব,১১ নং র্খোদ স্পোটিং ক্লাব, ১২ নং কপোতাক্ষ যুব ক্লাব ও কলারোয়া পৌর গ্রীন টিস ক্লাব অংশ গ্রহণ করেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …