স্টাফ রিপোটার: সাতক্ষীরার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭ হাজার ১৪৪ পরিবারকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য দেয়া হবে। আগামী রোববার থেকে ১ম দফায় ও রমজান মাসে আরেক দফায় এপণ্য দেয়া হবে বলে সূত্রে জানা যায়। পন্যের মধ্যে রয়েছে ২ লিটার তেল, ২ কেজি ডাল, চিনি, ছোলা ও খেজুর। সবমিলিয়ে কম মূল্যে পণ্য দেয়া হবে। সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভায় ২৬৯৪টি পরিবার, বল্লী ইউনিয়ন ৬০৮টি, লাবসা ইউনিয়ন ১২৬৮, ঘোনা ইউনিয়ন ৬৯৮, ভোমরা ইউনিয়ন ১১১৬, আলীপুর ইউনিয়ন ১১০০, আগরদাঁড়ী ইউনিয়ন ১৩০৯, শিবপুর ইউনিয়ন ৯০৪, বাঁশদহা ইউনিয়ন ৮৮৯, ঝাউডাঙ্গা ইউনিয়ন ১১২৪, বৈকারী ইউনিয়ন ৯৪৪, কুশখালী ইউনিয়ন ৯২০, ধুলিহর ইউনিয়ন ১৩০৯, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ১০৫৩ ও ফিংড়ী ইউনিয়নে ১২০৮টি পরিবারের নামে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে কার্ড প্রস্তুত করা হয়। এবিষয়ে সাতক্ষীরার প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক সাংবাদিককে বলেন, প্রতিটি ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণের জন্য ১ জন করে পরিবেশক নিযুক্ত করা হয়েছে। তাঁরা আগামী ২০ তারিখ থেকে সুষ্ঠভাবে স্ব-স্ব ইউনিয়নে নির্ধারিত স্থানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করবে। Ff
থেকে শুরু
আবু সাইদ, সাতক্ষীরা: সাতক্ষীরার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭ হাজার ১৪৪ পরিবারকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য দেয়া হবে। আগামী রোববার থেকে ১ম দফায় ও রমজান মাসে আরেক দফায় এপণ্য দেয়া হবে বলে সূত্রে জানা যায়। পন্যের মধ্যে রয়েছে ২ লিটার তেল, ২ কেজি ডাল, চিনি, ছোলা ও খেজুর। সবমিলিয়ে কম মূল্যে পণ্য দেয়া হবে। সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভায় ২৬৯৪টি পরিবার, বল্লী ইউনিয়ন ৬০৮টি, লাবসা ইউনিয়ন ১২৬৮, ঘোনা ইউনিয়ন ৬৯৮, ভোমরা ইউনিয়ন ১১১৬, আলীপুর ইউনিয়ন ১১০০, আগরদাঁড়ী ইউনিয়ন ১৩০৯, শিবপুর ইউনিয়ন ৯০৪, বাঁশদহা ইউনিয়ন ৮৮৯, ঝাউডাঙ্গা ইউনিয়ন ১১২৪, বৈকারী ইউনিয়ন ৯৪৪, কুশখালী ইউনিয়ন ৯২০, ধুলিহর ইউনিয়ন ১৩০৯, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ১০৫৩ ও ফিংড়ী ইউনিয়নে ১২০৮টি পরিবারের নামে স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে কার্ড প্রস্তুত করা হয়। এবিষয়ে সাতক্ষীরার প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক সাংবাদিককে বলেন, প্রতিটি ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণের জন্য ১ জন করে পরিবেশক নিযুক্ত করা হয়েছে। তাঁরা আগামী ২০ তারিখ থেকে সুষ্ঠভাবে স্ব-স্ব ইউনিয়নে নির্ধারিত স্থানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করবে।