বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট: তথ্য অধিকার আইন ২০০৯ এর ব্যাপক প্রচারণা ও জনসচেনতা বৃদ্ধির লক্ষে সপ্তাহব্যাপি তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে সচতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটের ইয়েস গ্রুপের উদ্যোগে রবিবার(২০ মার্চ) সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলা চত্বরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বাধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুচ্ছাবেরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. রিজিয়া পারভীন ও খান রেজাউল ইসলাম, ইয়েস আহবায়ক মোরশেদুর রহমানসহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর সদস্যবৃন্দ।

সপ্তাহব্যাপি তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইনের কর্মসূচির মধ্যে রয়েছে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক লিফলেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বিষয়ক ভাঁজপত্র বিতরণ, তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা, তথ্য অধিকার আইনের আওতায় আবেদন ফরম হাতে কলমে পূরণ করা শেখানো, বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল আপডেট করাসহ দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর প্রদর্শণের জন্য উদ্বুদ্ধ করা ইত্যাদি।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।