নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা এলাকায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত দু’জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির নাম বাবুল আক্তার (৬০)। তিনি পাটকেলঘাটা থানার মহানন্দকাটি গ্রামের মৃত ছমির সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে। সাতক্ষীরা-খুলনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মাহেন্দ্রটি পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাস মাহেন্দ্রকে মুখো-মুখি ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাহেন্দ্র্রযাত্রী বাবুল আক্তার। আহত অপর দুজন মাহেন্দ্রযাত্রীকে সামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …