নিজস্ব প্রতিবেদকঃ
চিকিৎসা সেবায় ও মানব কল্যানে বিশেষ অবদান রাখায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সাবেক প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাইন শিমুলকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়েছে। গত ১৫ই মার্চ ঢাকার নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে ” একাত্তর গবেষণা পরিষদ” এর পক্ষ থেকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। মো. আনোয়ারুল হুসাইন শিমুল নিজেই উপস্থিত থেকে এ্যাওয়ার্ড প্রদান অনুুুষ্ঠানের প্রধান অতিথি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহমেদ এর নিকট থেকে এ এ্যাওয়ার্ড গ্রহন করেন। উল্লেখ্য মো. আনোয়ারুল হুসাইন শিমুল যশোর জেলার কেশবপুর উপজেলার ভান্ডার খোলা একাকায় অবস্থিত
গ্রীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ার খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে মানবিক কাজ করে থাকেন। এছাড়া তিনি সামাজিক কাজের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চাকরির সুবাদে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।