আককাজ : স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন’ ‘মহান আল্লাহর রহমতে তার পিতার দেখানো পথে হেটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে এবং বলিষ্ঠ নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। উন্নয়নশীল দেশে উত্তরণের পথটা খুব সহজ ছিলো না। জননেত্রী শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন দৃশ্যমান হয়েছে, মানুষও তার সুফল ভোগ করছে। এখন জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া।” আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বর্পর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার শুরুতে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক সাতক্ষীরা মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ–পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ক্যাপশন : স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে র্যালিতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …