মাহফিজুল ইসলাম আককাজ : ২৫ মার্চ গণহত্যা সম্পর্কের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আয়োজনে পরীক্ষার হলরুমে মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণহত্যা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ১৫–ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্থানি সামরিক বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে। একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্থানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণার মধ্য বাঙালী মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. এ কে. এম আজিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত–ই–খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কো– অর্ডিনেটর অধ্যাপক ডা. এ. এইচ. এস. এম কামরুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …