২৬ মার্চ ২০২২, মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসা, বাঁশঘাটা, বাবুলিয়া, সাতক্ষীরা এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপন করা হয়। মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ গোলাম রব্বানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি এবং ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব এ্যাডঃ মোজাম্মেল হক। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন যে, বাঙালীর জাতীয় জীবনের ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয় দিবসসমূহ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সুস্পষ্ট চেতনাবোধ সৃষ্টি করতে হবে যেন তারা স্বাধীনতা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে। মহান স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা রাখেন। ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পটভূমি ব্যাখ্যা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে আয়োজিত খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার সহঃ সুপার মোঃ সাইদুর রহমান এবং সহকারী শিক্ষক মোঃ রইচ উদ্দীন। এছাড়া শিক্ষক-কর্মচারীমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আশিক হোসেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …