মোংলায় ‘হীড বাংলাদেশ’র অবহিতকরণ সভা অনুষ্টিত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

আর্তমানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা “হীড বাংলাদেশ” পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় (২৯ মার্চ) মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ সভা অনুষ্টিত হয়। এ সময় কারীগরী কর্মকর্তা কমিউনিটি মোবিলাজাইজেন মি. সঞ্জয় সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, কমলেশ মজুমদার, তিনি হীড বাংলাদেশে এর কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন ও দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মোংলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন,
প্রানি সম্পদ কর্মকর্তা ওয়াসীম আকরাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, কার্যক্রমের বিভিন্ন লক্ষমাত্রা নিয়ে আলোচনা করেন হীড বাংলাদেশ এর শাখা ব্যবস্থাপক জনাব বাদল শিকদার ও TO-Nutrition জনাব আসাদুজ্জামান শুভ। অনুষ্ঠানে উপস্থিতিদের মুক্ত আলোচনার সুযোগ প্রদান করা হয় এবং সংবাদিক মাহমুদ হাসান, বিভিন্ন NGO থেকে আগত কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ডাক্তার, ত্রীড়া ও সাংস্কৃতিক বক্তিত্ত্ব, শিশু ও প্রতিবন্ধী ফোরামের সদস্য সহ হীড বাংলাদেশের কারিগরি কর্মকর্তা সঞ্জয় সরদার, আছাদুজ্জামান শুভ, সহকারী কারীগরী কর্মকর্তা নাজমুল হাসান, সাইফুল ইসলাম ও সাথী দাশ। অনুষ্ঠানে সভাপতি সঞ্জয় সরদার প্রকল্পের কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবহিত করেন ও সকলের সহযোগীতা কামনা করেন। পরিশেষে তিনি হীড বাংলাদেশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পূর্বে TO-CM এর সঞ্চালনায় সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে প্রতিবন্ধীদের নিয়ে অবহিতকরন সভা করা হয়। এবং প্রতিবন্ধীদের বিভিন্ন সেবা প্রাপ্তির বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভার সমাপ্তি করা হয়।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।